বাগধারা বা বাগ্বধি মানে ‘... এমন কতগুলো শব্দ আছে সেগুলো নিছক ব্যাকরণগত .... অর্থ মাত্র.... এগুলোর অন্তর্নিহিত ভাব বা অর্থই প্রধান যেমন আক্কেল গুড়ুম..শব্দের অর্থ, আকাশে তোলা ইত্যাদি.
বন্ধুরা বিকাশ বাংলা তে বাংলা ব্যেকারণের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব বাগধারা কাকে বলে এবং সেই সাথে দেখে নেব বাংলা ব্যেকারণ এ বাগধারা প্রয়োগের উদাহরণ।
বাগধারা কাকে বলে?
বাগধারা বা বাগ্বধি মানে ‘কথার ধারা বা বুধি’। পৃথিবীর সব ভাষাতেই এমন কতগুলো শব্দ আছে সেগুলো নিছক ব্যাকরণগত বা আভিধানিক অর্থ মাত্র প্রকাশ করে না। এগুলোর অন্তর্নিহিত ভাব বা অর্থই প্রধান। এ জাতীয় শব্দ সমষ্টিকেই বাগধারা বা বাগ্বিধি বলা হয়ে থাকে। বাগ্ধারায় প্রায়শঃ বাচ্যর্থ হয় না, লক্ষার্থে বা শব্দার্থই এর অন্তর্গত ভাবকে প্রকাশ করে।বাগধারা কথার অর্থ-
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং।
বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে
শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ
ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের
দ্যোতক হয়ে ওঠে।
বাগধারা-
যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকেই বাংলায় বলা হয় বাগধারা।
নিচে বেশ কিছু বাগধারার আভিধানিক অর্থ ও বাগধারা দিয়ে রচিত বাক্যের উদাহরন দেওয়া হল।
বাগধারার উদাহরন -
- আকাশকুসুম (অসম্ভব কল্পনা) – ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস।
- আকাশ-পাতাল (দুস্তর ব্যবধান) – হাবিব ও হাসান সহোদর ভাই, কিন্তু দুজনের চরিত্রে আকাশ-পাতাল ব্যবধান।
- আক্কেল গুড়ুম (স্তম্ভিত) – এইটুকু ছেলের কথা শুনে আমার তো আক্কেল গুড়ুম।
- আকাশ ভেঙে পড়া (মহাবিপদ) – বাবার মৃত্যু সংবাদ পেয়ে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
- আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি) – বিনা টিকেটে যারা রেল ভ্রমণ করে তাদেরকে মাঝে মধ্যে আক্কেল সেলামী দিতে হয়।
- আকাশে তোলা (মাত্রাতিরিক্ত প্রশংসা) – প্রশংসা করতে করতে তাকে আকাশে তুলেছ তো এখন আর কাউকে সে পাত্তাই দেয় না।
- আক্কেল দাঁত (বুদ্ধির পরিপক্বতা) – এসব কঠিন কথার মর্ম তুমি বুঝবে না; তোমার তো দেখি আক্কেল দাতই গজায়নি।
COMMENTS